স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিপক্ষের বিপক্ষে গোল উৎসব করেছে দুই দলই। আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।
সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে সহজেই গোলের খাতা খোলেন করিম বেনজিমা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বেনজিমা। তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধও করে আলমেরিয়া।
দিনের অপর ম্যাচে ক্যাম্প ন্যুতে বেতিসের বিপক্ষে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের গোলে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় বার্সা। ৩৩তম মিনিটে বড় এক ধাক্কা খায় বেতিস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালেস। ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়েই খেলে বেতিস। ৩৪তম মিনিটে জুলস কুন্দের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেভানদোস্কি। তিন মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন বার্সার ব্রাজিলীয় তারকা রাফিনিয়া। ৮২তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলে বার্সেলোনা, গোলটি ছিল আত্মঘাতী। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।
৪-০ গোলের জয়ের ফলে লা লিগার শিরোপার দৌড়ে আরো এগিয়ে গেল বার্সা। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগায় তালিকার শীর্ষে আছে জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
Related