
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মামলার বাকি ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। কিছুক্ষণ আগে বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মামলার অন্যতম আসামি নয়ন বন্ড।
২০১৯ সালের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আজ বুধবার রায়ের তারিখ নির্ধারণ করে এ রায় প্রদান করে আদালত।