
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে মামলার রায়ের কপিসহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনা আদালতের জারিকারক। গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ মামলার রায় দেন। রায়ের আদেশে বলা হয়, সাত কার্য দিবসের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন। বুধবার আলোচিত এ মামলায় বিচারিক আদালত প্রাপ্ত বয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। একই সাথে ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। চারজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের খালাস দেয়া হয়।