
প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি মিগ-৩১ যুদ্ধবিমান। দেশটির দূরপ্রাচ্য অঞ্চলে মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। কামচাটকা অঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা দুই পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি আভাচা সমুদ্রে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
খবরে জানানো হয়, বিমানটি কোনো ধরণের গোলা ছাড়াই উড়ছিল। ক্রু সদস্যদের উদ্ধারে বিশেষ দল পাঠানো হয়েছে। তারা যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও উদ্ধারের চেষ্টা করবে। এ বছর এ ধরণের দ্বিতীয় দুর্ঘটনা এটি। গত এপ্রিল মাসে রাশিয়ার উত্তরাঞ্চলে এক দুর্ঘটনায় আরেকটি মিগ-৩১ হারিয়েছিল রাশিয়া।মুরমানস্ক শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ভূমিতে আছড়ে পড়েছিল বিমানটি। তবে রাশিয়ার বেশিরভাগ এলাকাই জনশূণ্য হওয়ায় এসব দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু সদস্যরাও নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল।
রাশিয়ার বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অত্যাধুনিক মিগ-৩১ বিমানগুলি। ১৯৭০ এর দশকের শেষ দিকে এই বিমান তৈরি শুরু করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ভেঙ্গে যাওয়ার পর সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হয় রাশিয়া। দেশটি এরপর মিগ-৩১ মডেলটিতে নিয়মিত আধুনিকীকরণ করেছে। রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনঝাল মূলত মিগ-৩১ থেকে ছোড়া হয়। তবে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার বিমান শক্তিকে খুব একটা ব্যবহার করছে না।