রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন ইমরান খান

রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন ইমরান খান

তোষাখানা দুর্নীতি মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৮ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টে এই আপিল করেন বলে জানিয়েছেন তার আইনজীবী নাইম পানজুথা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে, তোষাখানা দুর্নীতি মামলা ইমরান খানের তিন বছরের কারাদণ্ডের রায় দেন ইসলামাবাদের একটি আদালত। সেদিনই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে এ্যটক জেলে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান।