রামু ক্যান্টনমেন্টে গাইবেন বাপ্পা-মুন্নী-কনা-প্রতিক

এটিএন বাংলা ডেস্ক:

কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাদিক ডিভিশন ও ৩৬ বীর এর আয়োজনে ০৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অর্গানাইজিং পার্টনার এটিএন ইভেন্টস এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ‘বর্ণিল দশ দিগন্ত’ শিরোনামের এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, কনা, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া জাহান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া ও তার দল এবং মেহজাবিন ও তার দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ। মুকাদ্দেম বাবু ও জিললুর রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে ৯ ফেব্র“য়ারি রাত ৭টা ৫০ থেকে রাত ১০টা পর্যন্ত।