রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ মজাদার ইফতার’

এটিএন বাংলা ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলায় পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৪টা ২০মিনিটে প্রচার হচ্ছে রান্না ও ইফতার বিষয়ক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ মজাদার ইফতার’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ২জন অতিথি অংশগ্রহণ করে ইফতারীর মজাদার রেসিপি রান্না করে দেখাবেন। অতিথি দুজনের মধ্যে একজন সেলিব্রেটি অন্যজন গৃহিনী। অনুষ্ঠানে সেলিব্রেটি অতিথি হিসেবে অংশগ্রহন করেছেন দিনাত জাহান মুন্নি, লায়লা হাসান, তানভীন সুইটি, কণা, অদিতি মহসিন, রবি চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা, আবিদা সুলতানা, নাশিদ কামাল, রেবেকা সুলতানা, ওয়াহিদা মল্লিক জলি, ঝুমু খান, ফাতেমা তুজ জোহরা, শ্যামা, আলিফ আলাউদ্দিন, রোমানা ইসলাম, টনি খান, আল্পনা হাবিব, আগুন, ফাহমদিা নবী, বাদশা বুলবুল, আলম আরা মিনু, লুইপা, বাঁধন, লিজা, জুলি, মৌটুসী, নির্ঝর এবং আফরোজা বানু।
সিয়াম সাধনার এই মাসে রোজা রেখে কিভাবে স্বাস্থ্য সম্মত খাবাব খেয়ে সুস্থ থাকা যায় সে বিষয়টিকে মাথায় রেখে অতিথিরা তাদের রেসিপি নির্বাচণ করেছেন। পাশাপাশি ঝটপট কিভাবে মজাদার হরেক রকমের ইফতার তৈরি করা যায় তাও দেখিয়েছেন তারা। মাসব্যাপী প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় সব ইফাতার রেসিপি। স্বাগতার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লায়লা বানু।