রাতে মাঠে নামছে পিএসজি, স্কোয়াডে নাম নেই মেসির

রাতে মাঠে নামছে পিএসজি, স্কোয়াডে নাম নেই মেসির

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ট্রয়েস। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ট্রয়েসের মাঠে শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নাম নেই লিওনেল মেসির। অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার মাসুল গুনছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদলায়নি পিএসজি কর্তৃপক্ষ। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পাওয়ায় মেসি যেমন এই সময়ে ম্যাচ খেলতে পারবেন না, তেমনি অনুশীলনও করতে পারবেন না পিএসজির হয়ে।

চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি হলেও লিগে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে, পিএসজির আজকের প্রতিপক্ষ ট্রয়েস রয়েছে তালিকার ১৮ নম্বরে।