রাজ চলে গেল রাজের মতো : পরীমণি

রাজ চলে গেল রাজের মতো : পরীমণি
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে স্বাভাবিক দাম্পত্য জীবনে ফেরার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ সম্পর্কে স্পষ্ট করেছেন ।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……

‘কিন্তু সব কি আর সবসময় এক হয়?’

রাজ-পরীমণি দম্পতির একমাত্র সন্তান রাজ্যের বয়স এখন ১০ মাস। প্রতি মাসের ১০ তারিখে পরীমণি তাদের ছেলের মাসিক জন্মদিন পালন করেন। রোববার ছেলের জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিয়ো পরীমণি পোস্ট করেন ফেসবুকে। ওই ভিডিয়োতে রাজ ও পরীমণিকে পাশপাশি বসে থাকতে দেখা গেছে তাদের, কোলে ছোট্ট রাজ্য—যে কেক নিয়ে খেলায় ব্যস্ত। সন্তানের আনন্দ দেখে বাবা-মায়ের চোখে-মুখেও আনন্দের ছোঁয়া।

রাজ শুধুমাত্র তাদের সন্তান রাজ্যের জন্মদিন উপলক্ষ্যেই পরীমণির অ্যাপার্টমেন্টে এসেছিলেন— উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।’

রাজ্যের জন্মদিন উপলক্ষ্যে ঢাকায় এসেছেন পরীমণির নানা। বর্তমানে পরীমণির অ্যাপার্টমেন্টেই আছেন তিনি।

পরীমণি বলেন, নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন।

তারপর এই আয়োজন,সবাই মিলে।

শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে।

আর,রাজ চলে গেল রাজের মতো……

আশা করি এটা এখানেই শেষ হবে।’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বার বার চর্চিত হয়েছেন অভিনেত্রী পরীমণি। কয়েক সপ্তাহ ধরেই একের পর এক ঘটনা ঘটছে অভিনেত্রীর জীবনে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের কাছে বিবাহবিচ্ছেদের দাবিও জানিয়েছেন তিনি। এরই মধ্যে গতকাল একটি ভিডিও পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছিল— এই দম্পতি ফের স্বাভাবিক দাম্পত্য জীবনে প্রবেশ করছেন কিনা। কিন্তু রোববার রাতের স্ট্যাটাসের মাধ্যমে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন পরীমণি।