রাজস্থান রয়্যালসের অবিশ্বাস্য জয় । এক ওভারেই পাঁচটি ছক্কা মারলেন রাহুল তেওয়াটিয়া ।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়৷ স্যামসনে ৪২ বলে ৮৫ এবং রাহুল তেয়েটিয়ার ৩১ বলে ৫৩ রানে রেকর্ড জয় রাজস্থানের৷

১৮তম ওভারে অবিশ্বাস্য পাঁচটি ছক্কা মারলেন রাহুল তেওয়াটিয়া, তাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ তাড়া করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারালো রাজস্থান রয়্যালস। শারজায়, ২২৪ রানের পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে, ১৫ ওভারে ২ উইকেটে ১৪০ রান তোলে রাজস্থান। জেতার জন্য তখন ৩০ বলে ৮৪ রান প্রয়োজন ছিলো তাদের। ৪২ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন ম্যাচসেরা সঞ্জু স্যামসন। পরে অতিমানবীয় ইনিংস খেলেন তেওয়াটিয়া। শেষ ১২ বলে তিনি ৪৬ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান। আর ৩ বলে ১৩ রানের ঝড়ে রাজস্থানের ইতিহাস গড়া জয় নিশ্চিত করেন জোফরা আর্চার। এর আগে টসে হেরে ব্যাট করে, মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরিতে ২ উইকেটে ২২৩ রানের পুঁজি পায় কিংস ইলেভেন পাঞ্জাব। মায়াঙ্ক ৫০ বলে ১০৬ এবং লোকেশ রাহুল ৫৪ বলে ৬৯ রান করেন।