
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় বাগমারা
উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সরঞ্জি ভাসুপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮), ছহির উদ্দিনের ছেলে বুলু (৩৮) এবং মনতাজ আলী (৩৫)। সংঘর্ষের সময় বাগমারা থানার ওসি মতিয়ার রহমান ও এএসআই আমিনুল ইসলাম আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটগাঙ্গোপাড়া বাজারে বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামানের সমর্থকরা নির্বাচন স্থগিত হওয়ায় আনন্দ করতে থাকলে প্রতিপক্ষ জান মোহাম্মদের সমর্থকরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ৩ জন নিহত হন। গুরুতর আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।