রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকসহ আটক ৩

এটিএন বাংলা ডেস্ক: দায়িত্বপালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, ক্যামেরাপার্সন রবিউল ইসলাম খোকনসহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুঠিয়া পৌরসভার বিজিবি ক্যাম্প থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। রাজশাহী বিজিবির সিও শাজাহান সিরাজের অনুমতি নিয়ে পুঠিয়া ক্যাম্পে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রিপোর্ট করতে গেলে তাকে আটক করেন ইউএনও নুরুজ্জামান।

ইউএনও পুলিশকে জানিয়েছেন বিনা অনুমতিতে বিজিবি ক্যাম্পে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। অপরদিকে নির্বাচন কমিশন সচিবকে জানিয়েছেন একজন প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাকে আটক করা হয়েছে।

তার দুধরনের বক্তব্য বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন আটককৃতদের স্বজনরা।