রাজধানীর গ্রীনরোডে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গ্রীনরোডের একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৩ জন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে রয়েছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান,  তাঁর স্ত্রী ঢাকা কলেজের শিক্ষিকা আফরোজা পারভীন এবং তাদের সন্তান ত্রিমান।

কামরুজ্জামান ও তাঁর স্ত্রীর শরীররে ৫ ভাগ এবং  তাদের সন্তানের ৮ ভাগ পুড়ে গেছে।

আহত কামরুজ্জামান জানান, বাসার ড্রইংরুমের কার্নিসের ওপর দিয়ে গ্যাসের লাইন গেছে। এর পাশ দিয়ে আইপিএস এর তার টানানোর সময় গ্যাস লাইনের বিস্ফোরণ হয়।