
এটিএন বাংলা ডেস্ক:
প্রচার- ঈদের ষষ্ঠদিন, রাত ১০টা ৪৫মিনিট
উপস্থাপনা ও পরিচালনা- শাহরিয়ার নাজিম জয়।
এবার রম্য ম্যাগাজিন নিয়ে এটিএন বাংলার পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সেন্স অব হিউমর শিরোনামের অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা তিনি নিজেই করেছেন। বিনোদন জগতের জনপ্রিয় বেশ কয়েকটি মুখের উপস্থিতি তিনি ঘটিয়েছেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকটি সেগমেন্টে। অনুষ্ঠানে থাকবে নাচ, গান সহ রম্য আলোচনা, যার মাধ্যমে অতিথিদের রসবোধকেই তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাগতা, জিতু আহসান, কণা, ভাবনা, দিঠি আনোয়ার এবং শহীদুজ্জামান সেলিম। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান শিল্পী আমি গানটি খালি গলায় গেয়েছে কণা। রসালাপের পাশাপাশি নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। এছাড়া থাকছে দিঠির কন্ঠে আরও একটি গান। ভিন্ন আঙ্গিকে সাজানো এ অনুষ্ঠানে রম্য আলোচনা, নাচ, গান ছাড়াও দর্শকদের সামনে উপস্থাপন করা হবে আরও কিছু নতুন রসনা। আবদুস সাত্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ষষ্ঠদিন, রাত ১০টা ৪৫মিনিটে।