
এটিএন বাংলা ডেস্ক: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রমজানের আগেই রসুনের দাম বেড়েছে ১শ ৬৮ শতাংশ। ছোলার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও অস্থিতিশীল জানিয়ে তিনি বলেন, সরকারের দলীয় নেতা কর্মীদের সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন বাড়ানো হলে, তার প্রভাব সাধারণ মানুষকেই সামলাতে হবে বলেও অভিযোগ করেন রিজভী।