রবীন্দ্র জয়ন্তীর বিশেষ ম্যাগাজিন ‘এসো আনন্দ আলোয়’

এটিএন বাংলা ডেস্ক:

রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালায় ৮ মে, রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে আবৃতি, দলীয় নৃত্য, দুটি কথা, সঙ্গীত পরিবেশনা, নাট্যাংশ এবং পদ্মা পাড়ের রবীন্দ্রনাথ এর প্রতিবেদন নিয়ে।

অনুষ্ঠানটিতে শেষের কবিতা থেকে আবৃত্তি করেছেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। আনন্দ লোকে গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেছেন অলিভ ইসলাম ও তার দল। সঙ্গীত পরিবেশনা করেছেন তপন মাহমুদ ও সালমা আকবর। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অর্থনৈতিক চিন্তা নিয়ে কথা বলেছেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম এবং অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। নাটক কালের যাত্রাধ্বনি থেকে নাট্যাংশ উপস্থাপনা করেছেন পদাদিক নাট্য সংসদ। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনা ও পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।