রবীন্দ্র জয়ন্তীতে এটিএন বাংলার আয়োজন

এটিএন বাংলা ডেস্ক:

৮ মে (২৫শে বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহন করেছেন ফাহিম হোসেন।

সকাল ৮টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। অংশগ্রহনে শিল্পী ফাহিম হোসেন এবং শামা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ০৯টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ নাটক ‘ছুটি’, নাট্যরূপ- পলাশ খন্দকার, পরিচালনা-কাজলী আহমেদ। বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘গ্রাম বাংলার রবীন্দ্রনাথ’, পরিচালনা- নবুয়াত রহমান। বেলা ৩টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্র ফ্যাশন নিয়ে অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’ এর বিশেষ পর্ব, পরিচালনা- কুইন রহমান। বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ১০০ বছর’, পরিচালনা- আসলাম শিকদার। রাত ৮টায় প্রচার হবে রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’, শিল্পী- ইভা রহমান। রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘অস্পষ্ট’, চিত্রনাট্য ও পরিচালনা- অঞ্জন আইচ। এছাড়া রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’, উপস্থাপনা- সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা- মুকাদ্দেম বাবু।