
এটিএন বাংলা ডেস্ক:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় ৮ মে, রাত ৮টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’।
চমৎকার লোকেশনে এ্যালবামের গানগুলির চিত্রায়ণ করা হয়েছে। মূলত ইভা রহমানের রবীন্দ্র সঙ্গীতের প্রথম ও দ্বিতীয় একক অ্যালবামের গানগুলো নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য।