
এটিএন বাংলা ডেস্ক:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিশেষ এই আয়োজনে ৮ মে, রাত ৮টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের একক অনুষ্ঠান ‘মনে কী দ্বিধা’। মূলত ইভা রহমানের রবীন্দ্র সঙ্গীতের প্রথম ও দ্বিতীয় একক অ্যালবামের গানগুলো নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। চমৎকার লোকেশনে শিল্পীর রবীন্দ্র সঙ্গীতের একক অ্যালবামের গানগুলির চিত্রায়ণ করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে যিনি এনেছিলেন বিরল সম্মান-সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জš§বার্ষিকী উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানার থেকে পর পর দু’বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঙ্গীত শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের দু’টি একক অ্যালবাম। অ্যালবাম দু’টি হলো ‘মনে কী দ্বিধা’ এবং ‘মনে রবে কিনা রবে আমারে’। দু’টি অ্যালবামের গানুগোলের সঙ্গীত আয়োজন করেন ভারতীয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শিবাজী চট্টোপাধ্যায়। শিল্পীর কন্ঠে রবীন্দ্র সঙ্গীতগুলি যেন এক ভিন্ন মাত্রা নিয়ে এসেছিল। সুরেলা কণ্ঠ আর গায়কী মিলিয়ে তিনি ঠাই করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়ে। সেই ভালোবাসার অনুপ্রেরণায় রবীন্দ্র জন্ম-জয়ন্তীতে প্রচারিত হবে ‘মনে কী দ্বিধা’ এবং ‘মনে রবে কিনা রবে আমারে’ অ্যালবামের বাছাই করা গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনে কি দ্বিধা’। সঙ্গীত প্রেমী দর্শকদের জন্য ‘মনে কী দ্বিধা’ অনুষ্ঠানটি রীবন্দ্র জয়ন্তীর অন্যতম সেরা আয়োজন হিসেবে প্রাধান্য পাবে।