
নিজস্ব প্রতিবেদক :
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব দেন তিনি।