যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিতর্ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিতর্ক। মঙ্গলবার রাতে প্রথম দফা বিতর্কে বেশ আক্রমণাত্মক ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এসময় তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও বিতর্কে ঝড় তোলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীরা। বিতর্কে করোনাভাইরাস, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও মতায় গেলে তাদের পরিকল্পনা কি হবে – সে বিষয়েও কথা বলেন তাঁরা।