যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

এ তথ্য জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতাবিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।