
এটিএন বাংলা ডেস্ক: রাজশাহীতে যাত্রীবাহী দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার দেড়টার দিকে রাজশাহীর বিনোদপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী শহরে ঢুকছিল। আরেকটি বাস রাজশাহীর বাগমারার তাহেরপুরে যাচ্ছিল। এ সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর মাঝে চাপা পড়ে একটি অটোরিকশাও।
ঘটনাস্থলেই ৭জন মারা যান। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আবু জাফর সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।