যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের

যশোর প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে নজেলম্যান সিরাজুল।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রামের একটি বাড়ি থেকে এবং ইকবাল, নাসির ও নয়নকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা জামা-কাপড়সহ একটি কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর সিরাজুল জানায়, চুরি করে তেল বিক্রির উপরি আয়ের টাকা ভাগাভাগি ও গাঁজা খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করেই ম্যানেজারসহ ২ জনকে হত্যা করা হয়েছে।