
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (২০ অক্টোবর) রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে খন্দকার ইসমাইল এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। প্রায় দু বছর বিরতীর পর প্রচার হবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে রয়েছে নাচ, গান, ব্যান্ড শো সহ ছোট ছোট স্কিড। অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন মাটি ব্যান্ড এর রেশমী।
এছাড়া আরেফিন রুমীর কন্ঠে রয়েছে জনপ্রিয় গান।