
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে পাহাড় থেকে বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৩ জন। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৭ জন পুরুষ। খবর রয়টার্স
দেশটির নায়ারিত অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাজধানী টেপিক ও পুয়ের্তো ভালার্তা অঞ্চলের মধ্যে সংযোগকারী মহাসড়কে গাড়িটি প্রায় ৪৯ ফুট নিচে পড়ে যায়।