মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

এটিএন বাংলা ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভি জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে কলকাতার প্রশস্ত রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন মমতা ব্যানার্জি। এরপর মমতার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখসহ ৪২ জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে বিজেপি নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেস যাদব, ক্রিকেটেটার সৌরভ গাঙ্গুলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ না জেতার কারণে ওই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা। তবে গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়েছেন এবার।

বিকেল সাড়ে ৪টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে প্রথমবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করলো তৃণমূল কংগ্রেস।