
আজ ২৯ শে জানুয়ারি মুক্তি পেল অপূর্ব রানা পরিচালিত, সাইমন ও পরীমনির প্রথম জুটি, ছবি ‘পুড়ে যায় মন’। সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব-রানা। সাইমন-পরী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিজু আহমেদ, রেবেকা পারভীন, মুনিরা মিঠু প্রমুখ।
ছবিটি নিয়ে পরীমনি বলেন, আমার বছরের প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর এ ছবির সবচেয়ে বড় বিষয় হলো সুন্দর একটি মৌলিক গল্প। নায়ক-নায়িকার প্রেমের চেয়ে বন্ধুত্বের বিষয়টি ফুটে উঠেছে এ ছবিতে। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন।
ছবির পরিচালক অপূর্ব রানা জানিয়েছেন, এটি একটি বিরহ-প্রেমের গল্পের ছবি। আর বিরহ-প্রেমের গল্পের ছবিই যেন সাইমনের জন্য আশীর্বাদ। তাই এ ছবিটি নিয়ে খুবই আশাবাদী সাইমন।