মুক্তির পথে সাফি উদ্দিন সাফির ”মিসড কল”

চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। গত বৃহস্পতিবার সেন্সরবোর্ড ছবিটিকে প্রিমিয়ারের অনুমতি দেয়া হয়েছে।

সেন্সর থেকে মুক্তি পাওয়ার পর পরিচালক সাফি বলেন, অনেক চড়াই-উতরাই পার করে ‘মিসড কল’ এর জয় হলো। শিগগিরই আসছে, জানুয়ারী মাসের হয়তো কোন এক শুক্রবারে দেখা যাবে সিনেমাটি।

‘মিসড কল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, শুদ্ধতা, মুগ্ধতা ।

এছাড়া আরো রয়েছেন  মিশা সওদাগর, বাপ্পারাজ, কাজী হায়াত, সাদেক বাচ্চু , মাযহারুল ইসলাম নিরব,এলাহান উদ্দিন,উজ্জ্বল সহ অনেকেই।

গত বছরের অক্টোবরে শুটিং শুরু হয়। রোমান্টিক-অ্যাকশন ও কমেডি ঘরানার এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন ছবির নায়িকা শুদ্ধতা।