মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১জন’

প্রচার- ১৫ আগস্ট, সকাল ১০টা ৩৫মিনিট
পরিচালনা- চাষী নজরুল ইসলাম

‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । সদ্য যুদ্ধফেরত দুই তরুন খসরু ও মাসুদ পারভেজ চেয়েছিলেন মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী কঠিন সময়টিকে সবার কাছে তুলে ধরতে যার মাধ্যমে দেশ-বিদেশের মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যত প্রজন্মের কাছেও যা প্রামাণ্য দলিল হয়ে থাকবে। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ১১ আগস্ট নির্মিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। এ ছবির কাহিনী গড়ে উঠেছে ১৯৭১ সালে ১১ জন মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত একটি গেরিলা বাহিনীর কার্যক্রম নিয়ে। ছবিটি আজ (১৫ আগস্ট) বেলা ১০টা ৩৫মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবি, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান প্রমুখ।