
এটিএন বাংলা ডেস্ক: মিয়ানমারের কাচিন প্রদেশে একটি খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও শতাধিক।
এদিকে বিশ্ব গণমাধ্যমে ৫০ জনের মৃত্যুর কথা বলা হলেও দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যমের মৃতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেলে মায়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে একটি জেড খনির কাছে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ওই খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছা তা এখনও জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায় : শনিবার সন্ধ্যায় ওই খনি থেকে ৫০ জনের মরদেহ উদ্ধার করে বের করে নিয়ে আসা হয়।
বিশ্বের সবচেয়ে ভালমানের জেডের খনি কচিন প্রদেশে পাওয়া গেলেও প্রদেশটিতে ভূমধসের ঘটনা প্রায়ই হয়ে থাকে।