
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তার হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম ভোলা ও মনির। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। তারা দুজনই কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ।গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আরও দুই আসামি গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।