মা হয়েছেন সাবেক অভিনেত্রী সানা খান

মা হয়েছেন সাবেক অভিনেত্রী সানা খান
ধর্মের টানে অভিনয় ছাড়া বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান মা হয়েছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান। মা হওয়ার খবর বুধবার (৫ জুলাই) বিকালে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন সানা খান নিজেই।
সামাজিক মাধ্যমে সানা এবং সৈয়দ যৌথ পোস্টে অ্যানিমেশন ছবি শেয়ার করে লিখেছেন— ‘আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে পূর্ণ করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত। সকলকে ধন্যবাদ’।
মার্চ মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। মা হওয়ার খবর জানানোর পর থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সানা।
২০২০ সালের অক্টোবরে ধর্মের টানে বিনোদন দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা খান। তারপর ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা।
‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নেন তিনি। এছাড়া দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।