
এটিএন বাংলা ডেস্ক:
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’, অথচ তাতেই যেন সমস্ত ভালোবাসা, আবেগের সম্মিলন। সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে সবাই দূর পরবাসে মিলতে পারে। চলে যেতে পারে প্রেমাবেগের বন্ধনের প্রিয়সীও। কিন্তু মা’র স্নেহ-ভালোবাসার বন্ধন কখনই ছিন্ন হবার নয়। আজ বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়। যদিও একটি বিশেষ দিনে মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। এই ভালোবাসা প্রতিটি দিনের। প্রতিটি ক্ষণের। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে এই দিনটি পালন করা হয়। দেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রতি বছরের ন্যয় এ বছরও আজ মা দিবসে প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’র বিশেষ পর্ব। শম্পা মাহমুুদ ও নবুয়াত রহমানের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হবেন অভিনেত্রী দিলারা জামান। বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। প্রতিবেদনমূলক এ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান ও মোশতাক হোসেন মাশুক। অনুষ্ঠানে থাকবে মা দিবসের ইতিবৃত্ত, রতœগর্ভা মা এবং বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের স্মৃতিকথা। থাকবে মায়েদের নিয়ে সন্তানদের সাক্ষাৎকার। আরো থাকবে এসওএস শিশুপল্লীর মায়েদের গল্প।