মাহে রমজানে এটিএন বাংলার বিশেষ আয়োজন

এটিএন বাংলা ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলা সাজিয়েছে মাসব্যাপী বিশেষ ইসলামী অনুষ্ঠানমালা। মোবারক হো মাহে রমজান শিরোনামে ইসলামী অনুষ্ঠানগুলো প্রতিদিনই প্রচার হবে। বরাবরের মতো এবারের অনুষ্ঠানও দু’টি ভাগে বিভক্ত। ইফতারীকে সামনে দুপুর ৩.১৫ মিনিটে শুরু হবে প্রথম পর্ব। আর সাহ্রীকে সামনে রেখে রাত ২.৩০টা থেকে প্রচার হবে দ্বিতীয় পর্ব। ইফতারী পর্বের অনুষ্ঠানের শুরুতে দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে জ্ঞান অন্বেষণমুলক কুইজ ভিত্তিক অনুষ্ঠান ‘জানতে চাই’। ৩.৪৫ মিনিটে প্রচার হবে ইসলামী ঐতিহ্য ও তাৎপর্য পূর্ণ তথ্যভিাত্তক অনুষ্ঠান ‘হেজ্বাজের কাফেলা’। বিকাল ৪.৫টায় প্রচার হবে ইফতার রেসিপি নিয়ে অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ মজাদার ইফতার’। পরিচালনা করেছেন লায়লা বানু। ৪.২০ মিনিটে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান ‘দৈনন্দিন জীবনে ইসলাম’। পরিচালনায় মোস্তাফিজার রহমান। ৪টা ৪৫মিনিটে প্রচারিত হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভিন্ন স্বাদের ইফতার’। ৫.০৫ মিনিটে প্রচার হবে দর্শক সম্পৃক্ত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ইসলামী সওয়াল জওয়াব’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মোস্তাফিজার রহমান। ৫.৪০ মিনিটে প্রচার হবে শুদ্ধ ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল। দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত কয়েক হাজার প্রতিযোগী হাম্দ-নাত, কোরআন তেলওয়াত এবং ইসলামিক জ্ঞান বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। অডিশনে উত্তীর্ন প্রতিযোগীদের নিয়ে নির্মিত হয়েছে মুল অনুষ্ঠান। এরপর মোনাজাত ও ইসলামী গান দিয়ে শেষ হবে ইফতারী পর্বের অনুষ্ঠান। এছাড়া সাহরী পর্বে প্রচার হবে খতমে কোরআন, বিশেষ অনুষ্ঠান ‘বমজান এলো বছর ঘুরে’, হাদিস, মোনাজাত ও ইসলামী গান।