মাহমুদউল্লাহ-আফিফকে নিয়ে আগের সিদ্ধান্তে অনড় হাথুরু

মাহমুদউল্লাহ-আফিফকে নিয়ে আগের সিদ্ধান্তে অনড় হাথুরু

বাংলাদেশ দলে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। বয়সের ছাপ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়েও। কয়েক মাস পরেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু বিবেচনায় আফিফ-রিয়াদদের ভালো বিকল্প খুঁজছেন চন্ডিকা হাথুরুসিংহে। যার জন্য তাওহীদ হৃদয়, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমকে ভিন্ন ভূমিকায় বাজিয়ে দেখছেন বাংলাদেশ কোচ।

দুই দিন আগেই বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলে দেখছেন না মাহমুদউল্লাহকে। নির্বাচকেরা অবশ্য বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে বাদ দেওয়া হয়নি। সুযোগ দিয়ে তরুণদের দেখা হচ্ছে।’

হাথুরুও কিছুদিন আগে বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। আর আফিফকে তার চেহারার জন্য বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে পারফরম্যান্সের জন্য। ঘরোয়া লিগে পারফরম্যান্স করলেই তবে দরজা খোলা তার জন্য।’ আফিফ-মাহমুদউল্লার ব্যাপারে এখনো আগের সিদ্ধান্তেই অনড় আছেন বাংলাদেশ কোচ

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘তাদের (আফিফ ও মাহমুদউল্লাহ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’

সময়টা ভালো যাচ্ছে না পেসার মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ কোচ অবশ্য বললেন, ‘ (মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’