মালয়েশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ৩ ক্রু নিখোঁজ

মালয়েশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ৩ ক্রু নিখোঁজ

মালয়েশিয়ায় দক্ষিণ উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জাহাজের তিন ক্রু নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (০২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে বলেছে, চীন থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় সোমবার বিকেলে ট্যাঙ্কারে আগুন লাগে। সে সময় গাবন-পতাকাবাহী জাহাজটিকে ঘন কালো ধোঁয়া গ্রাস করেছিল।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জাহাজটিকে এমটি পাবলো বলে শনাক্ত করেছে। এছাড়া জাহাজটিতে ২৮ জন ক্রু ছিল বলে জানা গেছে।

মালয়েশিয়ার একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং জাহাজটি ভেসে আছে।

এমটিইএ কর্মকর্তা নুরুল হিজাম জাকারিয়া স্থানীয় সংবাদপত্র দ্য স্টারকে বলেছেন, কাছাকাছি দুটি জাহাজ এবং একটি মেরিটাইম এজেন্সি বোট এমটি পাবলোর ২৫ জন ক্রুকে উদ্ধার করেছে।

এমএমইএ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।