মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা

লেবানন ভ্রমণ এড়িতে চলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো সময় সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এতে আরো বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে হামলা চালানোর জন্য জঙ্গিরা বেছে নিতে পারে গোয়েন্দা তথ্য রয়েছে।
গত ১২ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে আলাদা দু’টি আত্মঘাতী বোমায় ৪৪ জন নিহত হন। বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে ঐ হামলা দুটো চালানো হয়।
পরবর্তীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আইএস।