
এটিএন বাংলা ডেস্ক:
প্রচার- ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪০মিনিট।
এবারের কোরবানীর ঈদে এটিএন বাংলা প্রচার করবে ৮দিনব্যাপী বিশেষ অনুষ্ঠামালা। ঈদের আগের দিন থেকে শুরু করে এ অনুষ্ঠান চলবে সপ্তমদিন পর্যন্ত। বিশেষ এই অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয়দিন প্রচার হবে শিল্পী মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘কখনো কি ভালোবাসনি’। দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো।
উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে মারিয়া শিমুর নতুন একক অ্যালবাম ‘কখনো কি ভালোবাসনি’। এ অ্যালবামের গানগুলো নিয়েই একই নামেই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের গানগুলো হলো মিষ্টি একটা শব্দে, যতদিন যাচ্ছে তত মায়া বাড়ছে, মন কাঁদছে ফিরে আসো, মানুষ যা চায় তা পায়না, কেন বারে বারে, ওরে বোকা মন, আমার এক চোখ যদি কাঁদে, আজ আমার মন ভালো নেই, এক পা দু’পা করে, মন দিয়ে মন কিনেছি। মুকাদ্দেম বাবুর প্রযোজনায় মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘কখনো কি ভালোবাসনি’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলার পর্দায়।