
বিচারে বিলম্ব ও মামলা জট কমাতে বিচারকদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেই সঙ্গে নিরপেক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের সর্বোচ্চ আন্তরিক হতে বলেছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৫ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, অষ্টম পেস্কেলের সঙ্গে সঙ্গতি রেখে শিগগিরই বিচারকদের বেতন ভাতা বাড়ানো হবে।
পরে রাষ্ট্রপতি মামলা জট কামাতে বিচারকদের উদ্দেশ্যে বলেন, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এই প্রবাদটা যেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় থাকুক তা আমরা চাই না’।