
টাঙ্গাইলের ভূঞাপুরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলায় পাঁচ আসামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সাথে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে ঐ ছাত্রীকে অপহরনের পর মধুপুর নিয়ে গণধর্ষণ করে দন্ডিতরা। রায় ঘোষনার সময় আসামী সঞ্জিত ও গোপি চন্দ্র শীল উপস্থিত থাকলেও বাকি তিন আসামি এখনো পলাতক রয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এটাই প্রথম রায়।