মাদক সহ আটক জিজি হাদিদ , জরিমানা দিয়ে ছাড়া পেলেন

মাদক সহ আটক জিজি হাদিদ , জরিমানা দিয়ে ছাড়া পেলেন

মার্কিন সুপারমডেল জিজি হাদিদের লাগেসে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়ার তাকে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়। ছুটি কাটাতে কেইম্যান দ্বীপে গিয়ে বিপত্তির মুখে পড়েন এই সুপারমডেল। ১০ জুলাই বন্ধুকে নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজে চেপে কেইম্যানের রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলে কাস্টমস বিভাগের কর্মীরা হাদিদের লাগেজে তল্লাশি চালায়। খবর ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় সংবাদমাধ্যম কেইম্যান মার্ল রোডের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জিজি হাদিদের লাগেজে অল্প পরিমাণ গাঁজা মিলেছে। গ্রেপ্তারের দুই দিন পর ১২ জুলাই কেইম্যান আদালতে দোষ স্বীকার করেছেন তারা। তাদের এক হাজার ডলার জরিমানা করা হয়েছে, তবে দোষী সাব্যস্ত করা হয়নি। সেদিনই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

অবৈধভাবে নয়, চিকিৎসার জন্য মেডিকেল লাইসেন্স দেখিয়ে বৈধভাবে জিজি হাদিদ গাঁজা সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন জিজি হাদিদের প্রতিনিধি রন্ডে কোলাটা। তিনি ওয়াশিংটন পোস্টকে জানান, ২০১৭ সাল থেকে বৈধভাবে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার করছেন তিনি।