
এটিএন বাংলা ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ আয়োজন সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বাংলা’। শহীদুল ইসলাম খোকন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শাবনূর। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে সাইদুল আনাম টুটুল পরিচালিত বিশেষ নাটক ‘ফুলমতি’। বিকাল ৪টা ২০মিঃ ছোটদের অনুষ্ঠান ‘বর্ণমালা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ছোটদের অনুষ্ঠান ‘বর্ণমালায় ফেব্র“য়ারি’ প্রচারিত হবে ৫টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছে আমরা করবো জয় এর সদস্যবৃন্দ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবেবিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভাষার গান’। রফিকুল আলমে উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। অনুষ্ঠানে গান গেয়েছেন সুবীর নন্দি, ফাহমিদা নবী ও রফিকুল আলম। রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বাংলায় খুঁজে পাই’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সাদা শিমুল’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়েঃ রাইসুল ইসলাম আসাদ, শিরিন আলম। ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টক শো ‘আজ একুশে’। সৈয়দ মনজুরুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ।