মহাসড়কে সেতু মন্ত্রীর ঝটিকা অভিযান

এটিএন বাংলা ডেস্ক: মুন্সীগঞ্জ জেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার আকস্মিক এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ টি ইজি-বাইক গাড়ীর ব্যাটারি জব্দ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকা থেকে লৌহজং উপজেলার মাওয়া এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বেলা ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এ ঝটিকা অভিযান চালান মন্ত্রী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাসের স্থানীয় সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিষেধাজ্ঞা স্বত্বেও মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল অব্যাহত থাকায় মন্ত্রী বৃহস্পতিবার আকস্মিক এ ঝটিকা অভিযান চালান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদীখানের নীমতলা এলাকা থেকে অভিযান শুরু করেন। কয়েক কিলোমিটার এলাকা ঘুরে একই জেলার লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত তিনি এ অভিযান চলাকালে মন্ত্রী ২০ টি ইজিবাইকের ব্যাটারি জব্দ করতে সক্ষম হন।