ভিয়ারিয়ালকে ৪-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা।

ভিয়ারিয়ালকে ৪-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা।

ভিয়ারিয়ালকে ৪-০ গোলে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করেছে বার্সেলোনা। এই জয়ের মধ্যদিয়ে ন্যু ক্যাম্পে শুরু হলো রোনাল্ড কুম্যান অধ্যায়। স্বাগতিক বার্সেলোনা প্রথমার্ধেই গোল চারটি করে। খেলায় ১৫ মিনিটে আনসু ফাতির গোলে এগিয়ে যায় কাতালানরা। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। ৩৫ মিনিটে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। ফাতিকে ভিয়ারিয়াল অধিনায়ক মারিও নিজেদের বিপদসীমায় ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। বিরতির ঠিক আগে, মেসির বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়ান পাউ টোরেস। দ্বিতীয়ার্ধে আর গোল করার কোনো আগ্রহই দেখায়নি কাতালানারা। দিনের অন্য ম্যাচে, গ্রেনাডাকে ৬-১ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ক্যাডিজকে ৩-১ গোলে পরাজিত করেছে সেভিয়া।