ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই – এমন অনেকেই টোকেন পেয়েছেন। এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে টিকিট দেয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী তিনশ’ জনকে। তবে এর বাইরেও কয়েকশ’ প্রবাসী জড়ো হন সেখানে।
এদিকে প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন। এ ক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে ২০টি করে ফাইট পরিচালিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ১০টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ১০টি সৌদি এয়ারলাইনসের। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে সৌদি আরব, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।