ভিন্নধর্মী অনুুষ্ঠান ‘চিন্তিত’

এটিএন বাংলা ডেস্ক:

১৭ মে থেকে প্রতি মঙ্গলবার রাত ৮.৪০ মিনিটে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘চিন্তিত’। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর উইকেন্ড ম্যাগাজিনে দীর্ঘদিন যাবত প্রকাশিত হচ্ছে স্থপতি, কলামিস্ট ড. নিজাম উদ্দিনের কলাম ‘চিন্তিত’। প্রকাশিত এই কলামের বিষয়বস্তু নিয়েই নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি। ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। অনুষ্ঠানের প্রতি পর্বে ভিন্ন ভিন্ন কনসেপ্ট নিয়ে স্টুডিওতে আগত অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন উপস্থাপক। অতিথির সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের কনসেপ্ট নিয়ে গ্রাফিকস-এ্যানিমেশন ও ভিডিওচিত্রের মাধ্যমে নির্মিত প্রতিবেদন প্রচার করা হবে। এই প্রতিবেদনকে নির্ভর করেই স্টুডিওতে আলোচক ও উপস্থাপককে নিয়ে নির্মাণ করা হবে এ হাস্যরস নির্ভর অনুষ্ঠান।
১ম পর্ব (বাঙ্গালির নির্বল স্মৃতি)

বাঙ্গালি যে তাঁর গৌরব, অর্জন, আনন্দ-বেদনা খুব দ্রুতই ভুলে যায়। এ বিষয়টিকে নিয়ে সাজানো হবে একটি এ্যানিমেশন গ্রাফিকস ও ভিডিও নির্ভর প্যাকেজ। এই প্যাকেজটি ব্যাকগ্রাউন্ড স্ক্রিনের মাধ্যমে সচল রাখা হবে। আমন্ত্রিত আলোচক আলী যাকের তার নিজের স্মৃতি, অর্জন মিলিয়ে আলোচনা করবেন। আলোচনা করার সময় পূর্বের নির্মিত ভিডিও চিত্রের সাথে সমন্বয় করা হবে। ভসিষ্যত পর্বগুলোতে ভিন্ন ভিন্ন কনসেপ্ট যেমন জাতিসংঘে লুঙ্গি, শুধুই প্রশ্ন, উত্তর ও প্রশ্ন কিংবা অবাক নই যে মন্ত্রী নই এমন সব বিষয়গুলোকে উপস্থাপন করা হবে। সাথে থাকবে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আলোচকবৃন্দ। আসলে যারা চিন্তিত কিংবা চিন্তিত নন, সবার জন্যই এ অনুষ্ঠান।