ভিন্নধর্মী অনুষ্ঠান ‘চিন্তিত’

অনুষ্ঠানে শত বছরের কহন নিয়ে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী

এটিএন বাংলায় আজ (২৩ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘চিন্তিত’। অনুষ্ঠানটির এ পর্বের বিষয় ‘শত বছরের কহন’। আর শত বছরের কহন নিয়ে কথা বলবেন এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার।

চিন্তিত একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। সাধারণ টক শো বা আলোচনা অনুষ্ঠানের সাথে এ অনুষ্ঠানের পার্থক্য হচ্ছে অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা হয়, সেই বিষয় নিয়েই ভিডিও ও গ্রাফিক্স এনিমেশনের মাধ্যমে খন্ড খন্ড প্রতিবেদন তৈরি করে প্রচার করা হয় এ অনুষ্ঠানে। আর এসব প্রতিবেদনের উপর আলোচনা করে থাকেন আলোচকবৃন্দ। অনুষ্ঠানটিতে জ্ঞানগর্ভ আলোচনা হলেও কথা গুলো উঠে আসে হাস্যরসাত্বকভাবে।