ভারতের সঙ্গে নৌপথে আনুষ্ঠানিক পণ্য পরিবহন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বৃহস্পতিবার থেকে ভারতের সাথে নৌপথে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো পণ্য পরিবহন। বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের ফেরিঘাটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী মো.শাহজাহান খান।

এসময় আরও ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এর আগে বুধবার বিকেলে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ১ হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্যবাহী এমভি নিউটেক-৬ জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।

বৃহস্পতিবার থেকেই প্রথমবারের মতো মাশুল দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে খোলা ট্রাকে করে ট্রান্সশিপমেন্টের এ পণ্য পরিবহন শুরু হবে।

ভারতীয় পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেড।