
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে
বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’
উপস্থাপনাঃ ড. নাশিদ কামাল, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ
প্রচার-২৭ অক্টোবর, বেলা ৩টা ১০মিনিট।
বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলার বুলবুল নামে খ্যাত ভাওয়াইয়া গানের অমর এই শিল্পীর ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌসী রহমান, ড. নাশিদ কামাল, মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং কোরাস দল। ড. নাশিদ কামালের উপস্থাপনা এবং ফয়সাল মাহমুদের পরিচালনায় ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।